জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ | ৩৭১

'যে শিক্ষা মানুষের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধ করে, তাহাই সর্বোৎকৃষ্ট শিক্ষা'। শিক্ষা মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ পেলেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা, সারাদেশের গর্ব, রংপুরের সূর্য্য কন্যা রমিতা ইসলাম। যিনি কালিয়াকৈর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কে বিরল উন্নয়নের শীর্ষে পৌছে দিয়েছেন।

নানামুখী পদক্ষেপ গ্রহন করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন সারাদেশের শিক্ষা ব্যবস্থা স্থায়ী ও টেকসই উন্নয়ন ঘটাতে পারে। তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও বিচক্ষণ বুদ্ধিমত্তার মাধ্যমে টিম ওয়ার্ক করে যেভাবে কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন তা সারাদেশের আইকন হতে পারে।

জানা যায়, রমিতা ইসলাম প্রথমে জেলায় শ্রেষ্ঠ, তারপর বিভাগ এবং সর্বশেষ সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ অর্জন করেন। তার এমন অর্জনে কালিয়াকৈর তথা সারাদেশের বিভিন্ন পেশাজীবি ও মহলের মানুষ শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। 

জাতীয় পদক প্রাপ্ত ওই শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চাকুরি জীবনে জাতীয় পদক প্রাপ্তি একটি বিশাল প্রাপ্তি। আমার এই অর্জনে যারা আমার সাথে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এই সফলতা আমার কাজ করার উদ্যোম বাড়িয়ে দিয়েছে অনেকাংশে। এই অনুপ্রেরণা সাথে নিয়ে কালিয়াকৈর উপজেলায় প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।