মাভাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ পিএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৪৩৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে এ্যপারচার ১.০ শিরোনামে অন্তঃ বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিজয় অঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এ সময় মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ, অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ ও মোঃ মনিরুজ্জামান মুজিব, সভাপতি তামান্না তাসনিম, সাধারন সম্পাদক মোঃ মোতাহাসিন তাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় দুই শতাধিক আলোকচিত্র যাচাই বাছাই শেষে মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি জুরি বোর্ড সেরা ত্রিশটি আলোকচিত্র প্রতিযোগিতায় প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।