টাঙ্গাইলে কমিউনিটি হেলথ কেয়ারের ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৫০৫

টাঙ্গাইলে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোভাইটারদের পেশাগত দক্ষতা উন্নয়ন এর উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।

২৯ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার কার্যলয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাস্তাবায়ন করেন উপজেলা পরিষদ টাঙ্গাইল।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শরীফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শাহ্জাহান আনছারী।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাম পাল রায়,জেলা জায়কা কর্মকতা মো. রফিকুল ইসলাম, হেলথ ইন্সপেক্টর মোতালেব হোসেন,ডাঃ আফরিন,সিএইচসিপি কর্মকতা মো.জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ শিমু সাহা।

প্রশিক্ষণে সহযোগীতা করেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (UGDP)স্থানীয় সরকার বিভাগ ও জাপান বন্টিারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA)।