টাঙ্গাইলে একদিনে ১৪৫জন করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, শুক্রবার, ১৮ জুন ২০২১ | ৪৮২

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮২ জন, কালিহাতীতে  ৩৪জন, মির্জাপুরে ৯ জন, দেলদুয়ারে ৪ জন, ধনবাড়িতে ১৪  জন ও ভূঞাপুরে ২ জন রয়েছেন।

এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৯৭০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৬জন। আরোগ্য লাভ করেছেন ৪৩৮৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৪৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫১৬৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।