নীলফামারীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


বৃহস্প্রতিবার বিকেলে প্রেস ক্লাবের সামনের এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন, সেক্রেটারী মাহমুদ শরিফ, কেশবা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাগুড়া মাষ্টারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের রবিউল ইসলাম ও উত্তর দুরাকুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমূখ।
বক্তাগন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মুরাদ শাহ রুবেলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে আলটিমেটাম দেন।
উল্লেখ্য ম্যানেজিং কমিটি গঠনের জন্য মাইকিং করায় ২১শে জানুয়ারী বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে সাবেক সভাপতি ও তার লোকজন প্রধান শিক্ষককে মারধর করেন।,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ২৪শে জানুয়ারী পাগলাপীরে তাকে আটক করে আবারো বেদম মারপিট করেন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে প্রধান শিক্ষক বাদি হয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও রংপুর কোতয়ালী থানায় মামলা করেন।