হাসপাতালে রওশন এরশাদ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | ৫৮৩

জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে শরীরে পানি স্বল্পতার কারণে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রওশন এরশাদের সহকারি একান্ত সচিব মোহাম্মদ মামুন হাসান। তিনি বলেন, পানি স্বল্পতা এবং গ্যাসের সমস্যার কারণে গতকাল (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে সিএমএইচ এর জরুরী বিভাগে নিয়ে আসা হয়।  পরবর্তীতে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির মাধ্যমে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন। 

রওশন এরশাদের করোনার নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে বলেও জানান বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব।