শেরপুরে

শিশু তাহমিদ হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ৫৬৩

শেরপুরে শিক্ষক দম্পতির সাড়ে তিন বছরের সন্তান শিশু তাহমিদ হাসান হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে ।

বিক্ষুব্ধ শিক্ষক সমাজের ব্যানারে ১১জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল গেইট থেকে বাজারের জিরো পয়েন্ট পর্যন্ত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিক্ষুব্দ শিক্ষক সমাজ , শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা অংশগ্রহন করে।

এসময় চলমান আন্দোলনের সাথে একত্তা পোষণ করে বক্তব্য রাখেন, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রবেতা ,ঝিনাইগাতী প্রেসক্লাবের সেক্রেটারী গোলঅম রব্বানী টিটু, চেঙ্গুরিয়া সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক জুলহাস আলী, সহকারী শিক্ষক মোর্শেদ আলী, নলকুড়া আশ্রয়ন প্রকল্প সঃপ্রাঃ বিঃ’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ,কে আজাদ প্রমূখ।

পরে সমবেত জনতা হত্যাকারীদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন ।