ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় সহকারি প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার


টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ে হওয়া মামলায় সহকারি প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
গত শনিবার (১৭ এপ্রিল)) উপজেলার পাছতেরিল্যার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সফিকুর রহমানকে বিদ্যালয় থেকে লিখিতভাবে তাকে সাময়িক বহিস্কার চিঠি দেয়া হয়।
বহিস্কার চিঠিতে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন আইনের ফৌজদারী মামলার আসামী হিসেবে চলতি বছরের গত ২৭ মার্চ গ্রেফতার হয়ে হাজতবাস করেছেন।
এছাড়া গত ৯ জানুয়ারি হতে অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে পরবর্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমুজ্জামান বলেন, ওই শিক্ষকের আগের কর্মস্থল বৈন্নাফৈর উচ্চ বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় সে হাজতবাস করেছে।
এঘটনায় অনুমতি ব্যাতিত বিদ্যালয়ে অনুপস্থিত ও তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হওয়ায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এতে তাকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না সেটা আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।