টাঙ্গাইলে নতুন করে ৩৭জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৫ জন, সখীপুরে ঘাটাইলে ছয়জন, নাগরপুর ও ধনবাড়িতে দুইজন করে, মির্জাপুর ও মধুপুরে একজন করে রয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৫৬৮জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭০জন। আরোগ্য লাভ করেছেন ৩৯৫১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৭২৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।