টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত দুই

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২০ পিএম, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ | ৬৭৭
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে তিন টায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সুফিয়া নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।
 
নিহতরা হচ্ছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।
 
সুফিয়া নাসরিন জানান, টিনভর্তি একটি ট্রাকে পাঁচজন উঠে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চর বাবলা এলাকায় পৌঁছলে পিছন থেকে আরেকটি অজ্ঞাত আরেকটি ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দেয়। এতে টিনের চাপা খেয়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
 
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। যে ট্রাকের তিনজন মারা গেছে ওই ট্রাক আটক করা হয়েছে। অন্য ট্রাকটি পালিয়েছে।