মুভমেন্ট পাসের ওয়েবসাইটে ১৬ কোটি হিট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ | ৬৮৪

লকডাউনে  চলাচল করতে পুলিশের ‘মুভমেন্ট পাস’ পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টা থেকে আজ বৃহস্পতিবার  সকাল ৯টা পর্যন্ত ৪৬ ঘণ্টায় মোট ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫ টি হিট হয়েছে।  প্রতি মিনিটে হিটের পরিমাণ ৫৭ হাজার ৯৪২ ।  

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা আজ বৃহস্পতিবার  গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ পর্যন্ত মোট ৪ লাখ ৯৭৭ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ৩ লাখ ১৬ হাজার ৮০১ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।