করোনাভাইরাসে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ | ৫৭৩

দেশে গেল ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) দেশে আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিন ষাটজনের বেশি মানুষের মৃত্যু হল। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫২১-এ। একই সময়ে দেশে আরো ৬ হাজার ৮৫৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের ২৪৩টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে আরও ৩ হাজার ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন হয়েছে।