টাঙ্গাইলে নতুন করে ১৮জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০১ এএম, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ | ৫২২

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৫জন, মির্জাপুর, ভুঞাপুর ও কালিহাতীতে একজন করে রয়েছেন।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪২৩৩জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৮জন। আরোগ্য লাভ করেছেন ৩৮৬৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬৩৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।