টাঙ্গাইলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:০৮ পিএম, শনিবার, ২০ মার্চ ২০২১ | ১১১০

টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার ১০ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দিন ব্যাপি জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন।

বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সদর উপজেলা শিক্ষা অফিসার শাহীন আশরাফী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল বাছেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ।

শেষে আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আল মামুন জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট সদর উপজেলার কমিটি গঠন করা হয়।