কালিয়াকৈরে ফের মাটি পাচারের হিড়িক!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ এএম, বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৫২৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় মাটি পাচারের মহা উৎসব চোখে পড়ার মতো। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও বন্ধ হচ্ছে না মাটি পাচার। দেশ, রাষ্ট্র ও সমাজের নদী সম্পদ ও মৃত্তিকা সম্পদ নষ্ট করে একদল অসাধু মাটি ব্যবসায়ী অদৃশ্য শক্তি প্রয়োগ করে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী এলাকার স্থানীয়দের মাধ্যমে জানা যায়, উপজেলার বড়ইবাড়ী এলাকায় কাউসার, বামন্দ এলাকায় সোহেল, দরবারিয়া, জালশুকা, সাহেবাবাদ, শাহবাজপুর, লৌহজং নদী ও বংশাই নদী সহ বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীরা রাতের আধারে বালু উত্তোলন ও মাটি পাচার করে যাচ্ছে।

এলাকাবাসী বলছেন, বেশ কিছুদিন আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের সাজা ও বালু উত্তোলনসহ মাটি পাচার বন্ধ করেছিল প্রশাসন। কিন্তু বর্তমানে এসব বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে। প্রশাসনের এরকম উদাসীনতায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। এসব অবৈধ কাজ বন্ধের পরে কোন সাহস নিয়ে অসাধু ব্যবসায়ীরা ফের মাটি পাচার করছেন এনিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

বর্তমান সরকার কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন রাস্তা নতুন করে নির্মাণ করেছেন এবং মেরামতও করা হয়েছে। কিন্তু মাটি পাচারের কারণে এসব রাস্তায় হরহামেশাই চলতে হচ্ছে ভারী যান আর এধরনের রাস্তায় ভারী যানবাহন চলাচল করলে রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব যানবাহন চলাচলে শুধু রাস্তাই নয় আবাদি কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী জানান, মাটি পাচার ও অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।