মধুপুরে গরু ব্যবসায়ী খুন

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯ পিএম, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮ | ১১৪১

টাঙ্গাইলের মধুুপুর উপজেলার মহিষমারা বেচুরাগণি গ্রামে আমজাদ হোসেন (৪২) নামে একজন গরু ব্যবসায়ী খুন হয়েছে। ৯ জানুয়ারী মঙ্গলবার বিকালে মধুপুর থানার একটি জঙ্গল থেকে মধুপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়।

জানাযায়,আমজাদ হোসেন উপজেলার আউশনারা লাইন পাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে মহিষমারা গ্রামের বেচুরাগণি এলাকার জৈনক জংশীর মেয়েকে বিয়ে করে শশুর বাড়ী থেকে গরুর ব্যবসা করতেন।

এলাকা ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮ জানুয়ারয় সোমবার রাত থেকে আমজাদকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে একটি জঙ্গলের পাশে ছাগল খুঁজতে গিয়ে একই গ্রামের এক মহিলা তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।

এতে গ্রামের মানুষ সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।