ঘাটাইলে ট্রাকের চাপায় নিহত ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২ পিএম, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | ৩৫৭
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নে হরিপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী দেব নাথ (৪০) নামে মহিলা নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার( ১১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিথী আনেহলা ইউনিয়নের সাঙ্গালিয়া পাড়া গ্রামের ভবতোষ দেব নাথের স্ত্রী। তারা পরিবার নিয়ে হরিপুর বাসা ভাড়া থাকতো।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় টাঙ্গাইল ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ঢাকা –ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে ভবতোষ দেব নাথের স্ত্রী বিথী দেব রাস্তা পার হওয়ার সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা চাউল বোঝাই(ঢাকা মেট্রো২০-১২৪৮) একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে বিথীর মৃত্যু হয় ।
 
ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন ট্রাক আটক করা হয়েছে তবে ড্রাইভার হেলপার পালিয়ে গেছে।