নিখোঁজের সাড়ে পাঁচ মাস পর ভ্যান চালকের কঙ্কাল উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পর ভ্যান চালক শফিকুল ইসলাম (২২) এর কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা কলেজের পশ্চিম পাশ থেকে মাটি খুড়ে তার কঙ্কাল উদ্ধার করা হয়।
শফিকুল উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। সে গত বছর ২৫ সেপ্টেম্বর নিখোঁজ হন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নবগ্রাম গ্রামের মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম পেশায় একজন অটো ভ্যান চালক। সে প্রতিদিনের ন্যায় গত ২৫ সেপ্টেম্বর ভ্যান চালাতে সকালে বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শফিকুলের আত্মীয়রা মস্তমাপুর খেয়াঘাট থেকে তার ভ্যানটি উদ্ধার করে। পরে শফিকুলের চাচা শিপন মিয়া ৩০ সেপ্টেম্বর মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
গত ৫ মার্চ শফিকুলের মা চম্পা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে মির্জাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসিরুজ্জামান তথ্য প্রযুক্তির মাধ্যমে মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে। মামুনসহ কয়েকজন মিলে শফিকুলকে অপহরন করে হত্যার পর মাটিতে পুতে রাখে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মাটি খুড়ে শফিকুলের কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসিরুজ্জামান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।