চকরিয়া “চ্যারিটি শো ফর সোহেল রানা” অনুষ্ঠিত

জেলা সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশিত: ০৬:২১ পিএম, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮ | ৬৩৩

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা এ শ্লোগানে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্র সোহেল রানা’র চিকিৎসা সহায়তায় গতকাল ৮জানুয়ারী বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “চ্যারিটি শো ফর সোহেল রানা”।

পরিবেশনায় ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী চকরিয়ার কৃতি সন্তান সমরজিৎ রায়, মীরাক্কেল খ্যাত বিশিষ্ট শিল্পী কমরুদ্দিন আরমান ও বিখ্যাত শিল্পী প্রমিত কুমার। বিখ্যাত শিল্পীর সুরের তালে তালে কানায় কানায় মাঠপূর্ণ দর্শক মাতিয়ে তুলে এবং দর্শকের করতালিতে ও আবেগঘন পরিবেশে অন্যরকম দৃশের অবতারণা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম বিএ(অনার্স)এমএ। চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মাস্টার সিরাজ আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি শাহেদা জাফর, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান প্রমূখ।

প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেন, মানুষের উদারতা আর ভালবাসা আমাদেরকে এখনো উদ্দীপ্ত করে মহৎ কিছু করার জন্য স্বপ্ন দেখায় একটি মানবিক সভ্যতা বিনির্মানের।

“সোহেল রানা”র জন্য চ্যারিটি শোর আয়োজন করতে গিয়ে সর্বস্তরের মানুষের কাছ থেকে যে ইতিবাচক সাড়া দেখা গেছে, তা সত্যিই অভূতপূর্ব। এ আয়োজনে উপলদ্ধি করেছি মানুষের মানবতায় এখনো জং ধরেনি।

সকলের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও ভালবাসা সত্যিই অতুলনীয়। সকলের সমন্বিত প্রয়াস থাকলে একজন মানুষকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে মাস্টার সোহেল রানার জন্য ৫০ হাজার টাকা, তার স্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা অনুদান ঘোষণা করেন।