লাটা হাম্বার চালানো শিখতে গিয়ে যুবকের মৃত্যু


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বার চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলা নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে। সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল লাটা হাম্বারটি। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। গুরুত্বর আহত অবস্থায় জিলহাসকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর জিলহাস মারা যান।
এদিকে, উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সামনে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে ৪ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার শালিখা গ্রামের আরজ আলীর স্ত্রী শাহারবানু (৪০), বালিয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদ হোসেন (৫০), বড় শিমলা গ্রামের শমসের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও একই গ্রামের মুন্না বিশ্বাসের ছেলে প্রদিপ বিশ্বাস (১৮)। আহতদের মধ্যে দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।