মির্জাপুরে কবর থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতংক
টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলা জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে দুর্বৃত্তরা ওই কবরস্থানের ৯টি কবর খুড়ে। এর মধ্যে ৫টি কবরের কঙ্কাল দুর্বৃত্তরা নিয়ে গেছে।
বানিয়ারা গ্রামের বাসিন্দা গফুর মিয়া ওরফে গোপাল জানান সকালে কবরস্থানের পাশ দিযে হেটে যাওয়ার সময় কয়েকটি কবরের মাটি সরানো দেখতে পান। পরে তিনি গ্রামবাসীকে খবর দিলে কবরস্থানে গিয়ে কবর থেকে কঙ্কাল চুরির প্রমাণ দেখতে পান এলাকাবাসী।

ওই গ্রামের বাসিন্দা মন্টু মিয়া বলেন দুর্বত্তরা কবরস্থানের ৯টি কবর খুড়ে ৫টি কবরের কঙ্কাল নিয়ে যায়।
এদিকে কঙ্কাল চুরির ঘটনায় ওই গ্রামের সাধারণ মানুণের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুলী রুবেল বলেন কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোজখবর নিয়েছি এবং থানা পুলিশকে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছি।
মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে অফিসার্স ইসচার্জ এ কে এম মিজানুল হক বলেন বানিয়ারা গ্রামের কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
