ঠাকুরগাঁওয়ে হাড় কাপানো শীতে

খড়কুঠো জ্বালিয়ে জীবন রক্ষার চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬ পিএম, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮ | ৪৬৪

হিমালয়ের কাছাকাছি প্রায় ঠাকুরগাঁও জেলা এ এলাকায় কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপযস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁও বাসীর জনজীবন।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় শীতবস্ত্রের অভাবে প্রতান্ত গ্রামঞ্চলের দরিদ্র ছিন্নমূল মানুষের অবস্থা বড়ই শৌচনীয়।এসব এলাকার মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

এতে জেলার এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে,হিমেল হাওয়া আর কনকনে শীতে গরিব,অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্টের সীমা নেই।খেটে খাওয়া মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করেছে।

রাস্তা ও হাট বাজার গুলোতে লোকজনের উপস্তিতি অনেক কমে গেছে।শিশু ও বৃদ্ধদের অবস্থা করুন।ঠান্ডা জনিত নানা রোগে অসুস্থ হয়ে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

কুয়াশা ও কনকনে শীতের কারনে শিশুরা স্কুলে যেতে চাচ্ছেনা,সরকারি বেসরকারী ভাবে শীত বস্ত্র বিতরন করলেও  তা চাহিদার তুলনায় অপ্রতুল।শীতে কাবু অসহায় ও দরিদ্র মানুষ গুলো শীত নিবারনের জন্য সরকার ও এলাকার বিত্তবান মানুষের দিকে চেয়ে আছেন।