টাঙ্গাইলে নতুন করে সাতজন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৩৩ পিএম, রোববার, ১১ এপ্রিল ২০২১ | ৪৬৫

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কালিহাতীতে তিনজন, টাঙ্গাইল সদর ও বাসাইলে দুইজন করে রয়েছেন।

এ নিয়ে রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৩১২জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৮জন। আরোগ্য লাভ করেছেন ৩৮৭৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬৫১ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।