কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ | ৪৪৯

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলার চাঁপাইর ইউনিয়নের রশিদ পুর নামাপারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফজল সরদার (৫২) নামের একজন নিহত হয়েছেন ।

বুধবার (১৭ ই ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফজল সরকার এর পৈত্রিক সম্পত্তি তার চাচাতো ভাই সোলায়মান সরকার দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে আছে। এই সম্পত্তির সুষ্ঠু সুরাহার জন্য গত কয়েক মাস ধরে থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোন সমাধান মিলেনি। স্থানীয় সরকার ও প্রশাসন বিষয়টি সমাধান না করায়। পরবর্তীতে গ্রামের মাতাব্বরগণ এই পারিবারিক দ্বন্দ্ব টি মীমাংসা করে দেওয়ার তারিখ দেন বুধবার। মাতাব্বরদের দেওয়া সময় অনুযায়ী দু'পক্ষই গ্রাম্য শালিসে উপস্থিতি হলেও সালিশের এক পর্যায়ে নিহত ফজলের চাচাতো ভাই সোলায়মান সরকার উত্তেজিত হয়ে ফজল সরকারের ওপর হামলা চালায়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় সংঘর্ষ চলাকালীন সময়ে ফজল সরকার ব্যাপক আহত হন। গ্রামবাসী আহত অবস্থায় ফজল সরকারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফজল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে রাজিব চক্রবর্তী ওসি (তদন্ত) জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।