দলে ফিরলেন বিজয়, বাদ সৌম্য-তাসকিন


এনামুলের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুমিনুল হক ও লিটন দাস।
ওই সিরিজের দলে থাকলেও চোটের কারণে পরে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলাম। মু্স্তাফিজ ফিরেছেন ফিট হয়ে। তাই নেই শফিউলও।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ উদ্দিন।