শুরুতেই ফিরলেন তামিম


এক বছর পর টেস্টে ফিরেছে বাংলাদেশ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথমে ব্যাটিংও নেয়। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে।
ওপেনার সাদমান ইসলাম ১৯ রান নিয়ে ক্রিজে আছেন। তার সঙ্গী নাজমুল হোসাইন শান্ত। এর আগে তামিম ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হয়েছেন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘদিন পরে টেস্টে ফিরেছে টাইগাররা। করোনাকালে বাংলাদেশের প্রত্যাবর্তনের এই সিরিজটি দর্শকহীন মাঠে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘদিন পরে ফেরার এই ম্যাচে দলে ফিরেছেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। হাতের ইনজুরির কারণে সর্বশেষ দুই টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শেন মোসলি, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), রাখিম কর্নওয়াল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।