মির্জাপুরে ১২ করাতকল মালিককে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২ এএম, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ | ৭৯২

টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২ করাতকল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দেওহাটা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, দেওহাটা বাজারে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল মালিকরা দীর্ঘদিন ধরে কাঠ চিরাইয়ের কাজ করে আসছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২ জন করাতকল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।