ব্যাডমিন্টন ফাইনালে আলোকিত প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮ | ১২৪০

টাঙ্গাইল হাউজিং স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনালে আলোকিত প্রজন্ম।

২ জানুয়ারি মঙ্গলবার হাউজিং স্পোটিং ক্লাব মাঠে রাতে আলোকিত প্রজন্ম বনাম সোহান ও তার দল সেমি ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। সেমি ফাইনাল খেলায় ২-১ সেটে সোহান ও তার দলকে হারিয়ে ফাইনালে আলোকিত প্রজন্ম।

এ খেলায় দ্বৈত অংশগ্রহন করেন আলোকিত প্রজন্মের খেলোয়ার বৃন্দরা হলেন, শাকিল ও ইলিয়াস। সোহান ও তার দলের খেলোয়ার বৃন্দরা হলেন, আলমীন ও সাদ ।

আলোকিত প্রজন্ম জয়ী হওয়াতে আলোকিত প্রজন্মের সম্পাদক মোঃ পারভেজ হাসান খেলোয়ারদেরকে অভিনন্দন জানান এবং অনুপ্রেরণা দেন ও টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এবং খেলোয়ার বৃন্দদেরকে আলোকিত প্রজন্ম পরিবারের পক্ষ থেকে নগদ ১০,০০০ টাকা পুরস্কার হাতে তুলে দেন।

এ সময় আলোকিত প্রজন্ম পরিবারের পক্ষ থেকে আরোও উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান দোলনা, আব্দুলাহ আল নজীর শোহেব, মির্জা কামাল, জামিলুর রহমান জামিল,হাবিবুল্লাহ খান সুমন প্রমুখ।