টাঙ্গাইলে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত।
পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপত্বিতে সম্মেলন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার ঘোষ, সহ-সভাপতি জে এল ভৌমিক, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অঙ্কুরজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, দপ্তর সম্পাদক বিপ্লব দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু)।
এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়।