কালিহাতীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ পিএম, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮ | ৪৯২

নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় সমাজসেবা দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও সেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাফিসা আক্তারের সভাপতিত্বে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩৩, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভ’ট্টো, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমীন, উপজেলা কৃষি অফিসার এ এম শহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী, কালিহাতী ইসলামিয়া এতিম খানার সুপার মওলানা মো: মাহবুবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন।