স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি,স্বাস্থ্য সেবা বিঘ্ন


সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য সেবার মারাত্বক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।টেকনিক্যাল পদ মর্যাদা সহ চার দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি শুরু হয়েছে।
একদিকে চলছে পরিবার কল্যান সেবা সপ্তাহ আরেকদিকে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী। ফলে এলাকার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে সরকারী স্বাস্থ্য সেবা থেকে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মত সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি কার্যক্রম শুরু করে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী চলবে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. উজ্জল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, এসেসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহসভাপতি হাসিনা খান, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. উজ্জল মিয়া বলেন, মাঠ পর্যায়ে আমাদের কাজ টেকনিক্যাল কাজ।
কিন্তু আমাদের টেকনিক্যাল পদ মর্যাদা না দিয়ে স্বাস্থ্য সহকারি হিসেবে বেতন স্কেল দেয়া হচ্ছে। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারিদের সমাবেশে টেকনিক্যাল পদ মর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনে ঘোষণা দিয়েছিলেন। তা আজও বাস্তাবায়ন হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্বাস্থ্য সহকারীদের কর্মবিরততীর ফলে কাজের ক্ষেত্রে মারাত্বক ব্যাঘাত ঘটছে। মঙ্গরবার মির্জাপুর উপজেলায় ২২ টি টিকাদান কেন্দ্রের মধ্যে মাত্র দুইটি কেন্দ্র চলছে।