নাগরপুরে ৩,৯০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪৪৯

টাঙ্গাইলের নাগরপুরে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার ঘুনিপাড়া গ্রামের মৃত রাজু আহম্মেদের স্ত্রী কল্পনা বেগম (৫০), চরকাঠুরী গ্রামের সদর আলীর ছেলে মোঃ কালু মিয়া (২২), দুয়াজানি মধ্যপাড়া গ্রামের আবদুল সোবহানের ছেলে মোঃ ইউনুস মিয়া (২৫), গয়হাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনিয়ার হোসেন ওরফে মনির (৪৫), আলআমিন মিয়ার ছেলে আলী আকবর(৩৭)। গ্রেফতারকৃতদের সোমবার বিকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সজল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ওই ৫ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার বিকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।