বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান আনিস ও তার দুই সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহমেদ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃত তিনজন বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের দায় স্বীকার করেছেন। ঘটনার সময় চারজন ছিলেন বলেও তারা জানিয়েছেন। বাচ্চু নামের আরো একজন পলাতক, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগদ মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া মহাবিদ্যালয় এর পাশে নির্মিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন কয়া মহাবিদ্যালয় এর অধ্যক্ষ হারুনুর রশিদ।
এর আগে গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশব্যাপী তুমুল সমালোচনার মধ্যেই বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।
