টাঙ্গাই‌লে বজ্রপা‌তে তিন কি‌শোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, মঙ্গলবার, ৩ মে ২০২২ | ৩৯০
টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে গোসল করার সময় বজ্রপা‌তে তিনজন কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়ে‌ছে নদীর পা‌ড়ে থাকা আ‌রোও দুইজন। 
 
মঙ্গলবার (৩ মে ) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউ‌নিয়নের হা‌তিয়া এলাকায় নদীপা‌ড়ে এই ঘটনা ঘ‌টে। তারা সেখা‌নে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল।
 
বিষয়টি নিশ্চিত করেছেন  দশ‌কিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মা‌লেক ভুইয়া।
 
নিহতরা হ‌লেন উপ‌জেলার হা‌তিয়া এলাকার র‌বিউ‌লের ছে‌লে আ‌রিফ (১৫) ও আব্দুর রাজ্জা‌কের ছে‌লে র‌ফিক (১৪) এবং দশ‌কিয়া পূর্ব পাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)। 
 
তিনি জানান, ঈ‌দের নামাজ পড়ার আ‌গে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল
এসময় সেখা‌নে বজ্রপাত ঘটলে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এসময় গুরুত্বর দুইজনসহ চারজন আহত হয়। আহত র‌ফিক ও ফয়সাল‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়ার প‌থে মারা যায়। নিহত‌দের লাশ বা‌ড়ি আনা হ‌য়ে‌ছে।