বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কালিযাকৈরে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩৯ পিএম, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | ৩৮৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে  শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।

কালিয়াকৈর  উপজেলায় কর্মরত প্রজাতন্ত্রের কর্মচরীদের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকে  অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন,জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক মো: শাহজাহান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমূখ।