মির্জাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধ সমাবেশ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিষয়ে বিভ্রান্তকর বক্তব্য এবং ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে মির্জাপুর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিাত হয়েছে।
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি), মোঃ জুবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন আহমেদ, শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে মির্জাপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।