নাগরপুরে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৪ পিএম, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | ৫৩৩

টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে।

শক্রবার সকালে উপজেলার চেচুয়াজানী বীর মুক্তিযোদ্ধা এম. এ  খালেক মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ বিতরন অনুষ্ঠান করা হয়। 

সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফায়েল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অবঃ সচিব বদলুল আলম, সমাজ সেবক  কামরুল হাসান খান, মো. বাদশা মিয়া, নির্বাহী পরিচালক সেবার জন্য আমরা  রাশেদা কদ্দুস নুপুর,  আমজাদ হোসেন, প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ।

সিনিয়র শিক্ষক  মো. শামছুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সহ চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবক সহ গন্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।