নাগরপুরে উপজেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, রোববার, ২৪ এপ্রিল ২০২২ | ৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগরপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র উদ্যোগে নয়ান খান মোমরিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ ইফতার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবির পরিচলনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সম্মানিত সদস্য এড. গৌতম চক্রবর্তী, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা,  মীর আবুল কালাম আজাদ, মো. রফিজ উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি’র সকল সদস্যসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।