মির্জাপুরে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ | ৪১০

টাঙ্গাইলের মির্জ্পাুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সফল ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সংবর্ধনার আয়োজন করে।

সফল ৫ জয়িতা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামের মৃত বাবুর আলীর স্ত্রী মরিয়ম বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সামসুল আলমের কন্যা সুমি আক্তার, সফল জননী বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মহিম উদ্দিনের স্ত্রী ছুরিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু জামুর্কি ইউনিয়নের বানিয়ারা গ্রামের শরীফ উদ্দিনের কন্যা কমলা আকতার এবং সমাজ উন্নয়নে বাইমহাটি পুর্বপাড়া গ্রামের মো. আক্কাছ আলীর স্ত্রী মনোয়ারা বেগম।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুিষ্ঠত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা নিলুয়া ইয়াসমিন ও তথ্য কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ। পরে সফল ৫ জয়িতার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।