ঘাটাইলে বৈদ্যুতিক আগুনে ঘর পুড়ে ছাই

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ এএম, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ | ৩৮৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো এক ঘর। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতে ঘরটি পুড়ে ছাই হয়েছে। 

জানা যায়, ওই এলাকার আমির আলীর ছেলে মোঃ আয়নাল হকের বসত ঘরে বিদ্যুতের সংযোগের ত্রুটিতে শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়।

স্থানীয় ব্যাবসায়ী মোঃ কিসমত আলী বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বাড়ির গরুর ঘর ও রান্না ঘর পুড়ে গেছে। এতে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাড়ির অন্য সদস্যরা  ঘরটিতে আগুন লেগেছে বলে খবর দেয়ার মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। স্থানিয় লোকজন ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই ওই বাড়ি আগুনে পুড়ে গেছে |