কালিহাতীতে
মাদক সেবনে টাকা না দেয়ায় ছেলের হাতে মা খুন ! ছেলে আটক


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় ছেলের হাতে খুন হয়েছে মা বিথী আক্তার (৩২)। ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাতুটিয়ার নিজ বাড়ীর বিছানা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে শিশিরকে (১৮) আটক করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ৩০ ডিসেম্বর শনিবার ভোরে নিহতের স্বামী হারুন ব্যবসায়িক কাজে ঢাকা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে ফিরে বিছানায় রক্তাক্ত লাশ দেখে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
মাদক সেবনে টাকা না দেয়ায় মা বিথী আক্তারকে হত্যা করে ছেলে শিশির ও তার সহযোগিরা। এ ঘটনায় নিহতের ছেলে শিশিরকে (১৮) চারান থেকে আটক করেছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল,একটি শাবল,ইট শিশিরের পরিহিত রক্তমাখা লুঙ্গি ও জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বামী হারুন বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন,মামলা নং ৪১,তারিখ ৩১/১২/১৭ ইং।