নিজের বাড়িতে নিজেরই বোমা হামলা অভিযোগ সহযোগীর

মো.সাগর হোসেন,বেনাপোল
প্রকাশিত: ০১:৫৩ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৭০২

বেনাপোল গ্রামে বসতবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে৷ নিজের বাড়িতে নিজেই বোমা হামলা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যের ঘাড়ে দোষ চাপানোর প্রচেষ্টায় এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১oটার দিকে বেনাপোল পৌরসভার বেনাপোল গ্রামের মৃত মনার বসতভিটায় ৷ তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১oটার দিকে বেনাপোল গ্রামের মৃত মনার ছেলে ইকবাল হোসেন (২২) নিজের বাড়িতে নিজেই বোমা ছুঁড়লে বোমাটি বিষ্ফোরিত হলে তার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।জনতার হাতে ধৃত বেনাপোল গ্রামের মোঃ ধনুর ছেলে মান্নান (২০) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ইকবাল হোসেন নিজেই তার বাড়িতে বোমা হামলা চালিয়েছি৷ ধৃত মান্নানকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেয়া হয়েছে৷ 

বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুরাদ বলেন , বোমা হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে৷ তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো বলে তিনি জানান।