কালিহাতীতে দুর্বৃত্তের ছুরির আঘাতে ব্যবসায়ী আহত

শুভ্র মজুমদার,কালিহাতী
প্রকাশিত: ১২:৪৬ পিএম, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | ৪৬৯

টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তের ছুরির আঘাতে এক মুদি ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগুটিয়া গ্রামের আবু বক্করের পুকুর পাড়ে ।

আহত মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ বাগুটিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে খিলদা বাজারে পাইকারী মুদির ব্যবসা করেন।

আহত ব্যবসায়ীর চাচাত ভাই মেহেদী হাসান তুহিন জানান, শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় তার মুদি দোকানটি বন্ধ করে খিলদা বাজার থেকে বাগুটিয়া নিজ বাড়ীতে ফিরছিলেন পথিমধ্যে আবু বক্করের পুকুর পাড়ে পৌছালে পিছন থেকে কে বা কাহারা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অধিক রক্তক্ষরণের ফলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে খিলদা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান দিপুল জানান, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।