ঘাটাইলে ট্রাক অটো‌রিক্সার সংঘর্ষে নিহত ২,আহত ৫

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৪১ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | ৫৫৩

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএন‌জি চা‌লিত অটো‌রিক্সার মু‌খোমু‌খি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। 

বৃহস্প‌তিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গারোবাজার-সাগর‌দিঘী সড়কের গারোবাজার সংলগ্ন মুরাইদ ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকে কাছে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোতে থাকা আরো ৫জন।  বিষয়টি  ঘাটাইলের সাঘর‌দিঘী ফা‌ঁড়ির ইনচার্জ জা‌কির হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের  মোশারফ হোসেনের স্ত্রী শা‌হিনা বেগম (২২),  একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর র‌শিদের স্ত্রী করুনা বেগম (৩০)। 

ঘাটাইলের সাঘর‌দিঘী ফা‌ঁড়ির ইনচার্জ জা‌কির হোসেন বলেন, প‌রিবারের সদস‌্যরা এক‌টি ভাড়া করা সিএন‌জি চালিত অটোরি‌ক্সাযোগে গাজীপুর থেকে স‌রিষাবা‌ড়ির দিকে যা‌চ্ছিলেন। 

এসময় সিএন‌জি‌টি গারোবাজার সংলগ্ন মুরাইদ ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি খা‌লি ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা করুনা বেগম মারা যায়। পরে শিশুসহ ৬জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ‌্যকমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শা‌হিনা বেগম মারা যান।