জাতীয় নিরাপদ সড়ক চাই উদ্যোগে টাঙ্গাইলে বৃক্ষরোপন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:৫৪ এএম, সোমবার, ৯ নভেম্বর ২০২০ | ৪১৮

মুজিব বর্ষের শপথ , সড়ক করবো নিরাপদ এ স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে শিবনাথ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করেছে জাতীয় নিরাপপদ সড়ক চাই টাঙ্গাইলের জেলা কমিটি ।

গতকাল রবিবার (৮নভেম্বর) বিকাল ৪.০০ টার সময় টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি , সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ঝান্ডা চাকলাদার , সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ বাচ্চু , সহ-সভাপতি সাজ্জাদ খোশনবিশ, সদস্য বিপ্লব সবুর খান ,সদস্য লায়লা শর্জুমান, সদস্য উল্কা বেগম (টাঙ্গাইল পৌরসভার মহিলা সংরক্ষিত আসনের ১৩,১৪,১৫ ওয়ার্ডের কাউন্সিলর ),বীর মুক্তিযোদ্ধার কমান্ডার ফজলুল হক , জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো:আ:রক চান মিয়া ,টাঙ্গাইর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর আলী , পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান (মামুন), পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুজাউদ্দৌলা প্রমূখ ।