বগুড়ার তালোড়া পৌরসভা উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ৪৮৫
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আমিরুল ইসলাম বকুল (নৌকা) প্রতিকে বেরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
 
তিনি  মোট ৪ হাজার ৯০৬  ভোট পেয়েছেন। নিকটতম হয়েছেন বিএনপি মনোনীত বর্তমান মেয়র আব্দুল জলিল খন্দকার (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৩৩ ভোট। এ ছাড়া জামায়াত মনোন‌িত স্বতন্ত্র প্রার্থী সাবেক তালোড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (জগ) পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট।
 
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ভোট পড়েছে শতকরা প্রায় ৭৫ ভাগ। এর আগে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মোশারফ হোসেন মুন্সি সেলিম। 
 
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষনা করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোঃ সারওয়ার জাহান। 
 
উল্লেখ্য, ২০১৩ সালের ৮মে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মেয়র পদে কারাবন্দি অবস্থায় বিএনপি প্রার্থী আব্দুল জলিল তালা প্রতীকে ৪ হাজার ৫৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ প্রার্থী আমিরুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৩ হাজার ৩৭৩ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে কারাবন্দি অবস্থায় স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ৩ হাজার ৫৪ ভোট পেয়েছিলেন।