রোটারী ক্লাবের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়িকে সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ | ৯১১
আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব টাংগাইল এবং রোটারি ক্লাব অব টাংগাইল সিটির উদ্যোগে সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান প্রকল্পের আওতায় একজন দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে পন্যসামগ্রীসহ একটি ভ্রাম্যমাণ গাড়ি প্রদান করা হয়েছে।
 
শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল সদরের মাননীয় সংসদ সদস্য এর বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য রোটারিয়ান মোঃ ছানোয়ার হোসেন।
 
প্রধান অতিথি তার বক্তব্যে এই ধরণের ব্যতিক্রমি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রোটারিয়ানদের ভূয়সী প্রশংসা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনসারি। 
 
অনুষ্ঠানে রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশ এর রিজিওনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান আবুল কাশেম খলিলুল্লাহ বিভিন্ন সময় রোটারির সেবামূলক কাজের বর্ণনা করেন। এছাড়া ক্লাব সেক্রেটারী তানভীর আহমেদ ও ডেপুটি গভর্নর তাহমিনা খান বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে দুই ক্লাবের রোটারিয়ানবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।