কালিহাতীতে ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতীতে ২০৮ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার কুরশাবেনু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুরশাবেনু গ্রামের হামিদ শেখের স্ত্রী নাছিমা বেগম (৫৫)।
কালিহাতী থানার এসআই মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরশাবেনু এলাকায় অভিযান চালিয়ে নাছিমা বেগম নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ২০৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় এবং আরেকজন দৌড়ে পালিয়ে যায়।
নাছিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নাছিমা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।