টাঙ্গাইলের জুয়েল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | ৩৩৩

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন আহম্মদ উল্লাহ জুয়েল। সোমবার পূর্নাঙ্গ কমিটির প্রকাশ করা হয়। এই পদ পাওয়ায় জুয়েল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এরআগে বছরের ১৬ নভেম্বর সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহম্মদ উল্লাহ্ জুয়েল ১৯৮০ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামে আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শাজাহান মিয়া ও জহুরা খাতুনের ৩ সন্তানের একমাত্র ছেলে। জুয়েলের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বপালন করছেন।

স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে জুয়েল রাজনীতিতে প্রবেশ করেন। তিনি কালিহাতীর নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ থেকে ১৯৯৫ সালে প্রথম শ্রেণিতে এসএসসি পাস করেন। এসময় তিনি স্কুল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ এবং ২০০৫ সালে কৃতিত্বের সাথে এমবিএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত অবস্থায় তিনি স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বপালন করেন। ২০০১-২০০৬ সালে বিএনপি জামায়াতের শাসনামলে নানাবিধ নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের দু:সময়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। ১/১১ সময়ে শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার লালবাগে স্ব-পরিবারে বসবাস করছেন এবং স্বেচ্ছাসেবক লীগের সকল কর্মসূচিতে অগ্রভাগে থাকেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে “সবুজ পরিবেশ আন্দোলন” এর অংশ হিসেবে সারাদেশে চলছে বৃক্ষরোপন অভিযান। তিনি সেই কর্মসূচী বাস্তবায়নের একজন সক্রিয় কর্মী।

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, জুয়েল ভাই পরিচ্ছন্ন একজন রাজনৈতিক কর্মী এবং ভাল মনের মানুষ। আমরা যে কোন প্রয়োজনে তাকে কাছে পাই। টাঙ্গাইলের নেতাকর্মীরা অত্যন্ত খুশি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। সেই সময়ের নির্যাতিত ত্যাগী ছাত্রনেতা আহম্মদ উল্লাহ্ জুয়েল। দু:সময়ের পরীক্ষিত ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদ পাওয়া আনন্দিত হয়েছি।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন আহম্মদ উল্লাহ জুয়েল ছোট বেলা থেকে ছাত্রলীগ করতে করতে এ পর্যন্ত এসেছেন। দল মূল্যায়ন করেছে। জুয়েলের জন্য শুভ কামনা করছি।

নতুন পদ পাওয়ার পর আহম্মদ উল্লাহ জুয়েল অনুভুতি প্রকাশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগ করেছি। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় আমার দায়িত্ব ও কাজ আরো বহুগুণে বেড়ে গেল। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে দলীয় নির্দেশ মোতাবেক নিষ্ঠার সাথে সকল কর্মকান্ড পালন করবো। আমাদের শেষ আশ্রয়স্থল গণতন্ত্রের মানসকন্যা দেশরতœ শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগের অভিভাবক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।