মধুপুরের বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:১২ পিএম, রোববার, ১৮ অক্টোবর ২০২০ | ৫১২

টাঙ্গাইলের মধুপুরের পঁচিশ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরি´ার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিক্সার চালক টাঙ্গাইলের মধুপুরের পোদ্দারবাড়ীর নুরুল হকের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং যাত্রী ময়মনসিংহের মুক্তাগাছার দরগ্রামের আব্দুল কদ্দুসের ছেলে জুয়েল মিয় (৩০)।

মধুপুর থানার ওসি তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক বাসের সাথে ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মারা যান।

ওসি আরো বলেন এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাসের চালক কিংবা বাস পাওয়া যায়নি।